1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিনে আহলে বায়তের মহত্ত্ব ও বিশ্ব শান্তির প্রার্থনা

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫

চট্টগ্রামে ৪০তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিলের ৮ম দিন শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, আহলে বায়তের প্রতি ভালোবাসা ও সাহাবায়ে কেরামের প্রতি আনুগত্য আমাদের দুনিয়া ও আখেরাতে সফল করবে।

অনুষ্ঠানে ড. আল্লামা জাফর উল্লাহ মকামে মাহমুদ ও নবী করিম (দ.)-এর শাফায়াতের গুরুত্ব তুলে ধরেন। হাটহাজারীর আল্লামা কাজী মুহাম্মদ শফিউল আজম বলেন, ইসলামের বিরুদ্ধে ইয়াজিদি ষড়যন্ত্র যুগে যুগে চলমান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আল্লামা মীর মুহাম্মদ মাঈনুদ্দিন নূরী সিদ্দিকী, আল্লামা ইউনুচ তৈয়বী প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন ক্বারী আনোয়ারুল ইসলাম এবং নাতে রাসূল পরিবেশন করেন হারুনুর রশিদ।

মাহফিলে বিভিন্ন দরবারের সাজ্জাদানশীন, ইসলামি শিক্ষাবিদ ও মাহফিল পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে বিশ্ব শান্তি ও ফিলিস্তিনসহ মজলুম মুসলমানদের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট