1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ

ডেস্ক নিউজ
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক আসাদুজ্জামান আসাদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তারা শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আসাদুজ্জামান আসাদ বলেন, এই আন্দোলন কোনো অর্থ বা সুযোগ-সুবিধার জন্য নয়; এটি শহীদের রক্তের ইনসাফ কায়েমের লড়াই। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

তিনি জানান, অনেক মানুষ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে অর্থ দিতে চাইলেও তাদের অর্থের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ আন্দোলন।

আসাদ বলেন, “এখানে স্পষ্ট লেখা আছে— ‘জান দেব, জুলাই দেব না’। শহীদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শ প্রমাণ করেছেন। এখন সাধারণ মানুষের দায়িত্ব এই দেশে ন্যায়বিচার নিশ্চিত করা।”

তিনি আরও ঘোষণা দেন, ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা খাওয়া-দাওয়া বন্ধ রাখবেন। উপস্থিত জনতাকে শপথ করিয়ে তিনি বলেন, যতক্ষণ শহীদ ওসমান হাদির বিচার না হবে, ততক্ষণ কেউ ঘরে ফিরে যাবেন না এবং এক ফোঁটা পানিও পান করবেন না।

হাদির স্মৃতিকে বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “বাংলাদেশ থাকবে, না আমার হাদি ভাই থাকবে— এই প্রশ্নের উত্তর আপনাদেরই দিতে হবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার এবং রাজপথ না ছাড়ার আহ্বান জানান।

এর আগে বক্তব্যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ কর্মসূচি চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানান তিনি।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!