1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

শাহবাগ ব্লকড’ অব্যাহত, উত্তাল রাজধানী

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ আজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে। শাহবাগের মূল সড়ক বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে, জুলাই গণ–অভ্যুত্থানের আহতরাও শাহবাগে জড়ো হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেল থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। তারা অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার দিবাগত রাত চারটার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে ঢাকার শাহবাগ ছাড়া দেশের অন্য কোনো মহাসড়কে ব্লকেড না দিতে আহ্বান জানান। তিনি লেখেন, “ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।”

এদিকে, আন্দোলনকারীরা গতকাল রাতভর শাহবাগে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট