
শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আবারও রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগের এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকেও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’সহ নানা স্লোগান দেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, কারও সঙ্গে বৈঠক হলে তা অবশ্যই উন্মুক্ত হতে হবে। কোনো গোপন বৈঠক চলবে না এবং দিল্লির সঙ্গে কোনো সিক্রেট বৈঠক মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের তিন দিক থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদ্যমান বলেই আমরা এর বিরোধিতা করি। একইভাবে যদি যুক্তরাষ্ট্রও আধিপত্য কায়েম করতে চায়, তাতেও আমরা প্রতিবাদ করব। কারও কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব তুলে দেওয়া হবে না। এই লড়াই কেবল শুরু হয়েছে।
ওসমান হাদি এই লড়াইয়ের পথ দেখিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, সামনে সেই পথেই এগোতে হবে। বাংলাদেশের সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এই লড়াই চলবে—ইনশাআল্লাহ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply