1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ, আন্দোলনে জুলাই যোদ্ধারা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে তারা সেখানে জড়ো হলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, লাল-সবুজ পতাকা হাতে শতাধিক আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান করছেন। মোড়ের আশপাশে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেলেও সরকার এখনো তাদের দাবি পূরণ করেনি।

জুলাই যোদ্ধাদের ভাষায়, “জুলাই সনদ কোনো দাবি নয়, এটি আমাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।” তারা জানান, আহত ও শহিদ পরিবারের সদস্যদের স্বীকৃতি ও অধিকার নিশ্চিত না হওয়ায় তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তবে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে টানা অবস্থান কর্মসূচি চালাবেন।

এদিকে, অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!