ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ নিয়োগ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
জাতীয় পার্টির দপ্তর থেকে জানানো হয়, দলের গঠনতন্ত্রের ২০(ক) ধারার ক্ষমতাবলে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে শামীম হায়দার পাটোয়ারীকে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে মহাসচিব পদে পরিবর্তন এনে মসিউর রহমান রাঙ্গাকে সরিয়ে মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব দিয়েছিলেন জিএম কাদের।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারা অনুযায়ী, চেয়ারম্যান কারণ দর্শানো ছাড়াই যে কাউকে যেকোনো পদ থেকে সরাতে বা বহিষ্কার করতে পারেন এবং নতুন নিয়োগ দিতে পারেন। এই ধারাটি ঘিরেই সম্প্রতি আবারও দ্বন্দ্বে জড়িয়েছে জাতীয় পার্টি।
দলটির সিনিয়র নেতাদের একটি বড় অংশ ২০(ক) ধারা সংশোধনের দাবি জানিয়ে আসছিলেন। তারা মনে করেন, এই ধারা চেয়ারম্যানকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে এবং দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে।
সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের পর ২০(ক) ধারার ক্ষমতাবলে বহিষ্কৃত নেতারাও এই অসন্তুষ্ট গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা জিএম কাদেরকে দলের শীর্ষ পদ থেকে সরানোর পরিকল্পনাও করছেন।
দলের বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নুও এই বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ায় শেষ পর্যন্ত জিএম কাদের তাকে সরিয়ে নতুন মহাসচিব হিসেবে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিলেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত