1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৩৯ অপরাহ্ন

মেহের আফরোজ শাওনসহ ১২ জনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অভিনেত্রী মেহের আফরোজ শাওন, পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন অর রশীদসহ ১২ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এই আদেশ দেন। একটি চলমান মামলায় অভিযুক্তদের বিদেশে পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন—সাবেক সিটিটিসি কর্মকর্তা নাজমুল ইসলাম, শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, উপপরিদর্শক শাহ আলম এবং মোখলেছুর রহমান মিল্টন।

আসামিদের মধ্যে শুধু সাইফুল ও শাহ আলম জামিনে আছেন। বাকি ১০ জনই পলাতক এবং তাদের বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. পিন্টু আদালতে জানান, তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার বিঘ্ন না ঘটাতে অভিযুক্তদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জরুরি। আদালত তার আবেদন মঞ্জুর করেন।

মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুলাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!