শাপলা চত্বর ট্রাজেডির এক যুগ পর ২০১৩ সালের ৫ মে সংঘটিত ঘটনায় নিহতদের একটি প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের নৃশংস অভিযানে নিহত ৯৩ জনের নাম ও পরিচয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
রোববার (৪ মে) হেফাজতের জনসংযোগ বিভাগের দায়িত্বশীল মুফতি কেফায়েতুল্লাহ আজহারী এই তথ্য গণমাধ্যমকে জানান। তিনি বলেন, "এটি একটি প্রাথমিক খসড়া তালিকা, যাচাই-বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে। চূড়ান্ত তালিকা তৈরি করতে কিছুটা সময় লাগবে।"
উল্লেখ্য, দেশ-বিদেশে আলোড়ন তোলা ওই ঘটনায় হেফাজতে ইসলাম দাবি করেছিল যে শত শত নেতাকর্মী নিহত হয়েছেন। কিন্তু এতদিন পর্যন্ত তারা কোনো নির্দিষ্ট তালিকা প্রকাশ করতে পারেনি, যা নিয়ে সংগঠনের অভ্যন্তরেও ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
ঘটনার পরপরই মানবাধিকার সংস্থা 'অধিকার' হেফাজতের কর্মসূচি ঘিরে ৬১ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করলেও আওয়ামী লীগ সরকার সে সময় থেকে বারবার এসব দাবি অস্বীকার করে আসছিল।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত