পাকিস্তান আবারও আফগানিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করেছে কাবুল। বৃহস্পতিবার আফগানিস্তানের সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
আফগান সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করে আফগানিস্তানের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১৫ মিনিট ধরে এই গোলাবর্ষণ চলে।
পরিচয় প্রকাশ না করার শর্তে আফগান সামরিক বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ইস্তাম্বুলে চলমান আলোচনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখনো পাল্টা আঘাত করিনি।” তবে এই ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে, গত মাসের শুরুর দিকে দুই দেশের সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছিল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সেই সংঘাতে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে প্রায় ৫০ জন ছিলেন আফগান বেসামরিক নাগরিক। এটি সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে অন্যতম প্রাণঘাতী সংঘর্ষ হিসেবে বিবেচিত।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। বিশেষত সীমান্তপারের সন্ত্রাসবাদ ও নিরাপত্তাজনিত উদ্বেগকে ঘিরেই এই উত্তেজনা বাড়ছে।