1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিবর্ষণ, নিহত ১, আহত এরশাদ উল্লাহসহ ৪ জন

ডেস্ক নিউজ
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত ও চারজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নিজেও।

বুধবার বিকেলে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী পূর্ব মসজিদের কাছে এ ঘটনা ঘটে। আহতদের অনন্যা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সারোয়ার হোসেন বাবলা নামের এক ব্যক্তি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আমীরুল ইসলাম

তিনি বলেন, “এরশাদ উল্লাহ সাহেব নির্বাচনী প্রচারে চালিতাতলী এলাকায় এসেছিলেন। সেখানে সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি।”

নিহত সারোয়ার হোসেন বাবলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন। সম্প্রতি তিনি নিজেকে বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিলেন।

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন—

  • ইরফানুল হক শান্ত, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক,

  • আমিনুল হক,

  • মর্তুজা হক—তিনজনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, চালিতাতলী পূর্ব মসজিদে মাগরিবের নামাজ শেষে জনসংযোগে বের হন এরশাদ উল্লাহ ও তার সহযোগীরা। এ সময় সরোয়ার বাবলাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তার পাশে থাকায় এরশাদ উল্লাহ ও অন্যরা গুলিবিদ্ধ হন।

ঘটনার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, “সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। এর মধ্যে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।”

তিনি আরও বলেন, “যারা রাজনীতিকে অস্থিতিশীল করতে ও নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে, তাদের হাত থাকতে পারে এ ঘটনার পেছনে।”

আমীর খসরু হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচারের মধ্যে এটি প্রথম সহিংসতার ঘটনা, যা স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!