1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন

উত্তরার সেক্টর-৪-এ শর্তসাপেক্ষে আবার শুরু হচ্ছে শুটিং কার্যক্রম

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

উত্তরার ৪ নম্বর সেক্টরে বাড়িভিত্তিক শুটিং কার্যক্রম শর্তসাপেক্ষে আবার চালু হচ্ছে। উত্তরা কল্যাণ সমিতির নিষেধাজ্ঞার পর নির্মাতা, শিল্পী ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর আপত্তির প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছেছে সব পক্ষ।

শনিবার (২৬ জুলাই) সেক্টর-৪-এর কল্যাণ সমিতি, হাউস মালিক অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিপ্যাবসহ ছোট পর্দার সব সংগঠনের নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হন। আলোচনায় উল্লেখযোগ্যভাবে গুরুত্ব পায় শুটিংয়ের সময়সূচি ও এলাকার নাগরিক ভোগান্তির বিষয়টি।

শুটিং হাউজ ‘লাবণী-৪’-এর মালিক আসলাম হোসেন জানান, “আমাদের কিছু শর্ত দেওয়া হয়েছে, যদিও লিখিতভাবে এখনও হাতে পাইনি। তবে আলোচনায় পরিষ্কার বলা হয়েছে—রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না। রাস্তায় বা আউটডোরে শুটিং করলে জনভোগান্তির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে।”

তিনি আরও জানান, “ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) একটি নীতিমালা তৈরি করে সেটি কল্যাণ সমিতির কাছে জমা দেবে।”

এর আগে, ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতি এক চিঠিতে জানায়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং পরিচালনা স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। যানজট, শব্দদূষণ ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং নিষিদ্ধ করা হয়।

তবে হঠাৎ এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন নির্মাতা ও কলাকুশলীরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বর্তমানে সেক্টর-৪ এলাকায় ‘লাবণী-৪’, ‘লাবণী-৫’ ও ‘আপনঘর-২’ নামে তিনটি শুটিং হাউজ রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!