ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর শর্টটাইম মেমোরি লসে ভুগছেন বলে জানিয়েছেন দলটির সম্পাদক রাশেদ খান।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল গেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
রাশেদ খান বলেন, নুরুল হক নুরকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং স্মৃতিভ্রংশের সমস্যা দেখা দিচ্ছে। তিনি বলেন, “নুর যখন কথা বলতে যাচ্ছেন, তখন পুরোটা শেষ করতে পারছেন না। অনেক সময় অগোছালো কথা বলছেন। ওষুধ খাওয়ার দুই ঘণ্টার মধ্যেই ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। এমনকি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না, নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।”
তিনি আরও অভিযোগ করে বলেন, সরকারের পক্ষ থেকে নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত