
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের তিন সপ্তাহ পূর্বেই নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে তাকে এই নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. ইউনুচ আলী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই আদেশ জানানো হয়।
নোটিশে বলা হয়, মামুনুল হক ১৩ জানুয়ারি বিকাল ৫টার দিকে তার অনুসারীদের সঙ্গে নির্বাচন কমিশন ভবনের সামনে লিফলেট বিতরণ করেছেন। এটি একটি গণমাধ্যমে সংবাদ হিসেবে প্রকাশিত হয়েছে। নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫-এর বিধি ১২(১) অনুযায়ী— ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে কোনো নির্বাচনি প্রচারণা করা নিষিদ্ধ। যেহেতু ভোটের তারিখ ১২ ফেব্রুয়ারি, তাই ১৩ জানুয়ারি প্রচার চালানো বিধি ৩ ও ১৮-এর লঙ্ঘন।
মামুনুল হককে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ১৭ জানুয়ারি বিকাল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধি পাঠিয়ে রিটার্নিং অফিসারে লিখিত জবাব দাখিল করতে হবে।
ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, “সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আচরণবিধি মেনে চলা সবার নৈতিক দায়িত্ব। সময়ের আগে প্রচারণার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply