ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের চর শুক্তাগর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা লাঠিসোঁটা নিয়ে চলাফেরা করছেন, সর্বত্র বিরাজ করছে আতঙ্ক। দিনদিন উত্তেজনা বাড়ায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
ভুক্তভোগীদের একজন, মো: ইমাম হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ তারা মো: জাফরের দ্বারা নির্যাতিত ও নিষ্পেষিত হয়ে আসছেন। স্থানীয় জনগণ তাদের মালিকানাধীন জমিতে অধিকার আদায়ের লক্ষ্যে হাল চাষ করতে একত্র হয়েছেন।
ইমাম হোসেন বলেন, “আমরা আমাদের নিজস্ব জমি চাষ করব, বীজ বপন করব। যদি মো: জাফর আদালতে প্রমাণ করতে পারেন জমিটি তার, তবে আমরা সেই জমির উৎপাদিত ধান নিজ হাতে তার বাড়িতে পৌঁছে দেব।”
জানা গেছে, জমি সংক্রান্ত এ বিরোধ দীর্ঘদিন যাবৎ চলমান এবং বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন। ভুক্তভোগীরা আরও জানান, বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একাধিকবার পুলিশ ও আর্মি সদস্যরা এলাকায় উপস্থিত হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
ভুক্তভোগীদের পক্ষে মামলাটি পরিচালনা করছেন আইনজীবী শাহাদাত। তাদের দাবি, ইতোমধ্যে আদালতের রায়ে তারা জমির বৈধ মালিক হিসেবে প্রমাণিত হয়েছেন এবং প্রয়োজনীয় দলিলপত্র তাদের কাছে রয়েছে।
এদিকে জমি নিয়ে বিরোধের কারণে এলাকাজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও আইনি নিষ্পত্তির মাধ্যমে পরিস্থিতি শান্ত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।