জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লন্ডনে মাহফুজ আলমের ওপর হামলার বিষয়ে সরকার ও উপদেষ্টা পরিষদের কোনও প্রতিবাদ না করায় তার বিরুদ্ধে অপদস্তকরণ ও মৃত্যুর মৌন সম্মতি তৈরি হয়েছে। তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টে এসব কথা বলেন।
পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, গণঅভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে; এর আগে আমেরিকায়ও হামলা ও অপদস্ত করার চেষ্টা করা হয়েছিল। বারবার হামলার লক্ষ্য হওয়ার কারণ হিসেবে তিনি দাবি করেছেন যে মাহফুজ আলমই টার্গেট। পরবর্তী ধাপে সবাইকে টার্গেট করা হতে পারে বলে সতর্ক করে তিনি বলেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখেছি।
নাহিদ ইসলামের মন্তব্য, যারা মাহফুজ আলমকে অপদস্ত করার মৌন সম্মতি তৈরি করছে তারাও ভুগবে; ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করছে এবং বিভিন্ন গ্রুপ প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু করেছে, যা অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে। সময়ই প্রমাণ করবে মাহফুজ আলমের কথাই সঠিক ছিল—যদি ততদিন তিনি বেঁচে থাকার সুযোগ পান।
নাহিদ ইসলাম সরকার ও উপদেষ্টা পরিষদের অবস্থানকেও আওতায় এনেছেন। তিনি বলেছেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কখনোই শক্ত অবস্থান নিয়েছে না, কোনো স্ট্রং বার্তা দেয়নি এবং কোনো উপদেষ্টা বা প্রেস সচিব পর্যন্ত একটি মন্তব্য করেনি। ফলস্বরূপ, তিনি দাবি করেন, সরকার ও উপদেষ্টারা মাহফুজ আলমকে ব্যবহার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে—এগুলো তারা মনে রাখবে এবং রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত