ঐকমত্য কমিশনে আলাপের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এক ধরনের মতের মিল তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, “সংস্কারের বিষয়টিকে প্রধান বাস্তবায়নের ইস্যু রেখে বাংলাদেশকে নতুন করে গড়তে গিয়ে ঐকমত্য কমিশনে আমরা যখন আলোচনা করেছি, তখন স্বাভাবিকভাবেই জামায়াতের সঙ্গে আমাদের এক ধরনের মতের মিল তৈরি হয়েছে।”
তিনি আরও বলেন, “সেই প্রেক্ষাপটে এবং সংস্কার বাস্তবায়নের জায়গাকে সামনে রেখে জামায়াতের সঙ্গে সামনের নির্বাচনে সমঝোতার বিষয় নিয়ে আলোচনা চলছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
এদিকে জামায়াতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে দলের ভেতরে আপত্তি দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২১৪ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য তাসনিম জারা ও তাজনূভা জাবীন পদত্যাগ করেছেন।
এছাড়া শনিবার কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য দলীয় প্রধান নাহিদ ইসলামের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।
দলীয় নেতাদের পদত্যাগে এনসিপির ওপর কোনো প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, “এনসিপির শুরু থেকেই অনেকে আমাদের দলে যুক্ত হয়েছেন, আবার কেউ কেউ পদত্যাগও করেছেন। ব্যক্তির সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা করি। অতীতেও বিচ্ছিন্নভাবে দুয়েকজন পদত্যাগ করেছিলেন, তখনও নানা আশঙ্কার কথা বলা হয়েছিল।”
নিজের মামলার বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে ছয়টি মামলায় তিনবার কারাভোগ করেছি। মোদি-বিরোধী আন্দোলনে করা হত্যা ও বিস্ফোরণ মামলায় খালাস পেয়েছি, আর আজ বাকি মামলাগুলোর জামিন হয়েছে। এগুলো সবই ছিল ভুয়া মামলা।”