সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ নম্বর ধারার আওতায় পাঁচ সচিবসহ ছয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—
-
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান
-
জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার
-
ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম
-
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ
-
ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন
-
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব কর্মকর্তা সরকারি চাকরি বিধি অনুযায়ী অবসরকালীন সব সুবিধা পাবেন।
উল্লেখ্য, সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারায় বলা হয়েছে—চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।