
চট্টগ্রাম নগরে একের পর এক প্রকাশ্যে হত্যাকাণ্ড ও অস্ত্রবাজি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) দিয়ে ‘ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।
মঙ্গলবার (১১ নভেম্বর) পুলিশের সব সদস্যের উদ্দেশে ওয়্যারলেসে দেওয়া এক বার্তায় কমিশনার এই নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে জানান, এই আদেশ কোনো নিরস্ত্র মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সিএমপির একাধিক সূত্র জানিয়েছে, দুপুরে কমিশনার টহল ও থানা পুলিশকে বারবার নির্দেশ দেন— “শটগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।” একই সঙ্গে টহল ও অভিযানে শিশা শটগান, দুটি গ্যাস গান এবং নাইন এমএম পিস্তল বহনের নির্দেশও দেন তিনি।
এ ছাড়াও নগরের নিরাপত্তা জোরদারে স্থায়ী চেকপোস্ট সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করার নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।
পুলিশ কর্মকর্তারা জানান, গত ৫ নভেম্বর বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলীর খন্দকারপাড়া এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে সন্ত্রাসীদের গুলিতে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা নিহত হন। ওই ঘটনায় এরশাদ উল্লাহও আহত হন। পরদিন একই এলাকায় গুলিতে এক প্রতিবন্ধী রিকশাচালক আহত হন। এই ধারাবাহিক ঘটনার পরই সিএমপি কমিশনার নতুন করে কঠোর এই নির্দেশনা জারি করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply