রাজধানীর সবুজবাগের ভাইকদিয়া এলাকায় এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার পর মরদেহ তিন টুকরো করে বালুর নিচে চাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে সবুজবাগের ভাইকদিয়া এলাকা থেকে বালু চাপা অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম জাকির হোসেন। তিনি প্লাস্টিকের বোতলের ব্যবসা করতেন।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি বালুর ডিবির নিচ থেকে তিন টুকরো মরদেহ উদ্ধার করি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা সেখানে যাই।”
ওসি আরও জানান, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত