রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা অবৈধ ভ্রাম্যমাণ দোকানপাট ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ সকাল ৯টা থেকে টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের প্রধান ফটক এলাকা দিয়ে এই অভিযান শুরু হয়।
অভিযানের নেতৃত্ব
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ থানার পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করছেন। অভিযানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ
গত মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার পর উদ্যানে নিরাপত্তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে সরকার উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কয়েকটি বড় উদ্যোগ গ্রহণ করে, যার মধ্যে অন্যতম হলো এই উচ্ছেদ অভিযান।
অবৈধ স্থাপনা অপসারণ
সরেজমিনে দেখা যায়, উদ্যানে থাকা অবৈধ দোকানপাট ও স্থাপনা চারটি বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। পুলিশের বিপুলসংখ্যক সদস্য নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে। তবে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এই উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এটি তাদের জীবিকা ক্ষতির মুখে ফেলছে।
প্রশাসনের বক্তব্য
অভিযান সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নেতৃত্বে সম্মিলিতভাবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি একটি জাতীয় উদ্যান, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ ঘুরতে আসেন। তাদের নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
নতুন নিয়মাবলী
গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো রাত ৮টার পর উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা।