1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ডাকসু নির্বাচনকে ঘিরে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকাল ৬টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা তদারকির জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। একইসঙ্গে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বিকাল ৪টা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের দিন ক্যাম্পাসে রিকশা ও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে, তবে শুধুমাত্র ঢাবি স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। শিক্ষার্থীদের ভোটের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে।


ডিএমপি সূত্র জানায়, সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশের ১,৪৯১ সদস্য, এর মধ্যে ১৭৫ জন নারী। নির্বাচনের দিন মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২,০৬৪ জন পুলিশ সদস্য, যার মধ্যে নারী সদস্য ২১৫ জন। পরদিন বুধবার দায়িত্বে থাকবেন ৮১৯ জন সদস্য, এর মধ্যে ৭৫ জন নারী। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা ব্যবহারসহ বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

ফুট প্যাটেল মোতায়েন থাকবে ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবি মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি এবং আইবিএ হোস্টেল এলাকায়। স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স থাকবে ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজকল্যাণ ইনস্টিটিউট সংলগ্ন শাহনেওয়াজ ভবনের সামনে, শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।

টিএসসি সাব-কন্ট্রোল রুম থেকে ব্যারিকেড, চেকপোস্ট, ভোটকেন্দ্রের নিরাপত্তা, ফুট প্যাটেল ও রিজার্ভ ফোর্সের কার্যক্রম মনিটরিং করা হবে। প্রয়োজনে ফোর্স মোবিলাইজেশনও করা হবে। নিরাপত্তা কাজে থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিকেল ও একটি অ্যাম্বুলেন্স। সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করবেন ডিএমপির সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট।

স্ট্যান্ডবাই ফোর্স থাকবে আবদুল গনি রোডের পুলিশ কন্ট্রোল বুথে ছয় প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন এবং পিওএম পূর্বে এক প্লাটুন।


নির্বাচনের দিন শাহবাগ থানার সামনে, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর ও শিববাড়ী ক্রসিং এলাকায় ব্যারিকেড ও চেকপোস্ট বসানো হবে।


ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যমতে, আগামীকাল মঙ্গলবার সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে চক্রাকার শাটল সার্ভিস চালু থাকবে। কেন্দ্রগুলো হলো—ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ ও কার্জন হল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!