শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রানিল বিক্রমসিংহে সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দেশটির এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে লন্ডনে স্ত্রীর সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরকারি অর্থ ব্যবহার করেছিলেন তিনি। এ অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্বে ছিলেন।
তদন্ত সংস্থা জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিক্রমসিংহেকে হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাটি শ্রীলঙ্কার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।