যশোরের মণিরামপুর উপজেলার ১নং রোহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রোহিতা ইউনিয়ন পরিষদ মাঠে এ কর্মীসভা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাসান আহমেদ। সভাপতিত্ব করেন বিল্লাল গাজী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন হুমায়ুন কবির।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক মোমিন ভূঁইয়া।
কর্মীসভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত