দেশের অন্যতম বিনোদন কেন্দ্র মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স সাধারণত প্রায় সারাবছরই খোলা থাকে। লকডাউনের সময়ও বা বিশেষ কোনও দিবসে প্রতিষ্ঠানটির স্ক্রিনিং বন্ধ থাকার খবর পাওয়া যায়নি, কারণ সাপ্তাহিক বা সরকারি ছুটির সময়ে এখানে দর্শকদের ভিড় থাকে উপচে পড়া।
তবে নতুন খবর হলো, স্টার সিনেপ্লেক্স আনুষ্ঠানিকভাবে একদিনের জন্য বন্ধ থাকার ঘোষণা দিয়েছে। সোমবার (৪ আগস্ট) বিকালে জানানো হয়, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ থাকবে। সাধারণ কার্যক্রম ৬ আগস্ট বুধবার থেকে পুনরায় শুরু হবে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে। আমাদের পক্ষ থেকে বন্ধ রাখার কোনও নিজস্ব সিদ্ধান্ত নেই, তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দিনটিতে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনও বাট বা কিন্তু নেই।”