চট্টগ্রামের কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইলফোন চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কোতোয়ালী থানাধীন নন্দনকানন হরিশ দত্ত লেইন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ৩৪২টি চোরাই মোবাইল ফোন, ছয়টি ল্যাপটপ এবং নগদ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন– মো. তানভির হাসনাইন (৩২), সোহেল উদ্দিন (৩২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬), মো. মোহাম্মদ হোসাইন (২২) এবং আবদুল্লাহ আল মামুন (২৭)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে— এসব মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন ও মেরামত করে সেগুলো নতুন প্যাকেট হিসেবে বাজারজাত করা হতো। এসব ফোন রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হতো। এমনকি কিছু ফোন চলে যেত পার্শ্ববর্তী মিয়ানমার, ভারত ও নেপালেও।
তিনি আরও জানান, যে বাসা থেকে এসব ডিভাইস উদ্ধার করা হয়েছে, সেটি মূলত আইএমইআই নম্বর পাল্টানো এবং মেরামতের কাজের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। উদ্ধার হওয়া সব মোবাইল ফোনই নগরীর বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাইয়ের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল।
এই চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।