জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংশ্লিষ্ট স্থানে শহীদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন কার্যক্রম আগামীকাল (১৬ জুলাই) থেকে শুরু হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে তাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আয়োজনের অংশ হিসেবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শহীদ আবু সাঈদের স্মরণে পরিবেশিত হবে ‘জুলাইয়ের গান’। একইসাথে সেখানে আয়োজন করা হবে একটি ড্রোন শো।
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র ধারাবাহিকতায় এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি পাবে একটি মিউজিক্যাল ভিডিও, যার থিম মিউজিক নির্ধারণ করা হয়েছে ‘কথা ক’। এছাড়াও প্রচার করা হবে ‘একটি শহীদ পরিবারের সাক্ষ্য’ শিরোনামের ডকুমেন্টারির তৃতীয় পর্ব এবং একজন জুলাই যোদ্ধার স্মৃতিচারণমূলক ভিডিও।
এই অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে সব মন্ত্রণালয় ও বিভাগের অফিশিয়াল ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেলসহ অন্যান্য সামাজিক মাধ্যমে। একইসঙ্গে দেশের সব মোবাইল গ্রাহকের কাছে ভিডিওর ইউআরএল পাঠানো হবে এসএমএসের মাধ্যমে।
এদিন ঢাকার শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে ‘জুলাইয়ের গল্প বলা’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান এবং চট্টগ্রামেও আয়োজিত হবে ‘জুলাইয়ের গান’ ও ড্রোন শো।
পুরো কার্যক্রম চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।