যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৪১ মিনিটে (গ্রিনিচ মান সময় ২০:৪১) এই কম্পন অনুভূত হয়।
যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আলাস্কার জুনেউ শহর থেকে প্রায় ২৩০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জনবসতিহীন পাহাড়ি অঞ্চলে।
প্রাথমিক ভূমিকম্পের পর তিন ঘণ্টার মধ্যে ৫.১ থেকে ৩.৩ মাত্রার অন্তত ৩০টির বেশি আফটারশক রেকর্ড করেছে ইউএসজিএস।
তবে যুক্তরাষ্ট্র সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো ঝুঁকি নেই।