তুরস্কে আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। তিন মাসের ব্যবধানে এটি তুরস্কে দ্বিতীয় ভূমিকম্প।
ফরাসি সংবাদ সংস্থার প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে পশ্চিমাঞ্চলের সিনদিরগি শহরে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পন অনুভূত হয় দেশটির অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন শহর ইজমিরেও।
প্রবল কম্পনে একাধিক ভবন ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি)। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, ভূমিকম্পের পর তিনটি ভবন ও একটি দোকান থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। পরে সেগুলো ধসে পড়ে, তবে কেউ হতাহত হননি।