1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস, এবার থেকে সরকারি ছুটি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

৫ আগস্টকে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং দিনটি এখন থেকে প্রতি বছর সরকারি ছুটি হিসেবে পালিত হবে। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

তিনি জানান, এ সিদ্ধান্তের গেজেট প্রকাশ করা হবে আগামী রবিবার (২২ জুন) উপদেষ্টা পরিষদের পরবর্তী বৈঠক শেষে। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

সংস্কৃতি উপদেষ্টা আরও জানান, ‘জুলাই অভ্যুত্থান’-কে কেন্দ্র করে আগামী ১ জুলাই থেকে প্রাথমিক কর্মসূচি শুরু হবে, যা চলবে ১৪ জুলাই পর্যন্ত। এরপর ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত চলবে চূড়ান্ত কর্মসূচি। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ২৩ জুন সাংবাদিকদের জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট