‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র স্কুলিং মডেল–ভিত্তিক খসড়া অধ্যাদেশ উচ্চমাধ্যমিক শ্রেণির ভবিষ্যৎ অনিশ্চিত করছে—এ অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন পাঁচটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সড়ক অবরোধ শুরু করেন, এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সকাল থেকেই ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। তাদের দাবি—স্কুলিং মডেল বাতিল করতে হবে এবং উচ্চমাধ্যমিকের স্বতন্ত্র কাঠামো অপরিবর্তিত রাখতে হবে। পরে তারা একত্র হয়ে শাহবাগে এসে অবস্থান নেন।
ঢাকা কলেজের শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, স্কুলিং মডেল বাস্তবায়ন হলে পাঁচটি সরকারি কলেজেই উচ্চমাধ্যমিক শাখার অস্তিত্ব থাকবে না। তাই তারা আগেই প্রতিবাদ জানিয়েছিলেন এবং এবারও আন্দোলনে নেমেছেন। তিনি জানান, স্কুলিং মডেল বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধ্যাদেশ জারির দাবিতেও সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আজ শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করবেন। তারা জানিয়েছেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত টানা আন্দোলন চলবে।
সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত নেওয়া ও তিন দফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থীর উদ্বেগ বেড়ে চলেছে।
উল্লেখ্য, গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানায়, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়।