
ফিলিপাইনের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ভয়াবহ সুপার টাইফুন ফাং-ওং (স্থানীয় নাম ‘উয়ান’)। এতে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে এবং অনেক অঞ্চল বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করেছে দেশটি।
রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে ঘূর্ণিঝড়টি লুজন দ্বীপের অরোরা প্রদেশে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বেগে স্থলভাগে আঘাত হানে। কখনো কখনো এর গতি ২৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছায়। ফাং-ওংয়ের তাণ্ডবে উপকূলীয় এলাকার ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
আবহাওয়া দফতর পাগাসা (PAGASA) জানিয়েছে, ঝড়ের আঘাতের আগে থেকেই ৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কেন্দ্রীয় ও পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পাগাসার পূর্বাভাস অনুযায়ী, ফাং-ওং বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং সোমবার থেকে এটি তাইওয়ান প্রণালির দিকে এগোবে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার পশ্চিম তাইওয়ানে পৌঁছে এটি দুর্বল হয়ে পড়বে।
এর আগে, সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা আরেক শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কালমেগি’তে অন্তত ২০৪ জনের মৃত্যু ও ১০৯ জনের নিখোঁজের ঘটনা ঘটে, যা এখনো দেশটিতে গভীর ক্ষতচিহ্ন রেখে গেছে।
সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply