যশোরের সুরবিতান সংগীত একাডেমিতে কবিতা আবৃত্তির এক মনোমুগ্ধকর সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একাডেমির রানা স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অংশ নেন কলকাতার স্বপ্নকথা আবৃত্তি সংগঠনের কর্ণধার শিল্পী স্নাতা এবং বাংলাদেশ যশোরের শিক্ষার্থীরা।
আবৃত্তি পরিবেশন করেন শাহরিন নিশি, অনুপমা সরকার, উর্মি বোস, রত্না দে, মৌরানী বসু ও মনীষা গাঙ্গুলী। আবৃত্তি প্রেমীদের উচ্ছ্বাস ও উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও আবেগঘন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরবিতান সংগীত একাডেমির সভাপতি অ্যাডভোকেট শহীদ আনোয়ার। স্বাগত বক্তৃতা প্রদান করেন একাডেমির সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত