জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বুধবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি তিনি সিলেট মিররকে নিশ্চিত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর তিনি ওই আসনে নির্বাচন করতে সম্মতি জানান। আরিফুল হক চৌধুরী বলেন, “চেয়ারপারসন আমাদের জাতীয় মুরুব্বী। তাঁর নির্দেশে আমি সিলেট-৪ আসনে নির্বাচন করতে রাজি হয়েছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। সিলেট-৪ আসনের মানুষের ভালোবাসা নিয়েই আমি নির্বাচনী মাঠে নামব। দলের প্রয়োজনে আমি সবসময় নির্দেশ পালন করেছি, এবারও তাই করেছি।”
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি তলবে তিনি ঢাকায় যান। সেখানে তাঁকে নিয়ে একাধিক দফায় বৈঠক হয়। সর্বশেষ বুধবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসন তাঁকে ডেকে পাঠান এবং সিলেট-৪ আসনে প্রার্থী হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।
উল্লেখ্য, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী মূলত সিলেট-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত সোমবার এই আসনে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দল। এতে কিছুটা আশাহত হলেও শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হন আরিফ।