1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

জুলাই সনদের স্বীকৃতি ও বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন ও দোয়া মাহফিল

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই সনদের বাস্তবায়ন, গেজেটভুক্ত আন্দোলনকারীদের স্বীকৃতি এবং রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সিলেটে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সিলেট নগরীর বন্দরবাজারে সিটি করপোরেশন গেটের সামনে “জুলাই যোদ্ধা সংসদ” সিলেট জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. সাহেল আহমদের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি ছিল দেশের ভবিষ্যৎ ও ন্যায়ের পক্ষে একটি ঐতিহাসিক পদক্ষেপ। তারা শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের পুনর্বাসন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শহীদ সুমনের পিতা আব্দুর নুর বেলাল, গেজেটবঞ্চিত অঙ্গ হারানো আন্দোলনকারী বাহার ও মামুন, জুলাই যোদ্ধা কামাল তাপাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ, ইমন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওসমান সুলতান, যুগ্ম সদস্য সচিব মামুন আহমেদ ও রুমন আহমেদ, মুখ্য সংগঠক আব্দুল হান্নান গাজী, মুখপাত্র তানভীর হোসেন এবং কার্যকরী সদস্য নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আব্দুল মানিক, মাহমুদুল হাসান, জসিমসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গেজেটভুক্ত না হয়েও বিভ্রান্তিকর কমিটি গঠন করে প্রকৃত আন্দোলনকারীদের সুযোগ থেকে বঞ্চিত করার অপচেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।

সমাপনী বক্তব্যে আহ্বায়ক আব্দুর রহিম বলেন, “এই সভ্য প্রতিবাদ রাষ্ট্রকে স্মরণ করিয়ে দিতে চায়—জনগণের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাস্তবায়ন এখন সময়ের দাবি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট