পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকায় শিয়া সম্প্রদায়ের মুসলিমরা ধর্মীয় মর্যাদা ও শোকের আবহে তাজিয়া মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী চারশ বছরের পুরোনো হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হবে এই শোকের মিছিল। মিছিলটি আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হবে।
সরেজমিনে হোসনি দালান প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, মিছিলে অংশ নিতে শিয়া মুসলিমদের মধ্যে চলছে প্রস্তুতির ব্যস্ততা। অনেকেই কালো পোশাকে উপস্থিত হয়েছেন। কারও হাতে রয়েছে প্রতীকী ছুরি, আলাম, নিশান, বেস্তা ও বইলালাম— প্রতিটি অনুষঙ্গেই ফুটে উঠছে কারবালার শোকগাথা।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, এই দিনটি তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। কারবালার প্রান্তরে ইমাম হাসান ও ইমাম হোসাইন নির্মমভাবে শহীদ হয়েছিলেন। তাঁরা অন্যায়ের কাছে মাথা নত না করে সত্যের পক্ষে জীবন উৎসর্গ করেছিলেন। সেই আত্মত্যাগের স্মরণেই তারা প্রতি বছর এই তাজিয়া মিছিলে অংশ নেন।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত