
জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার খবরের মধ্যেই দলটি থেকে পদত্যাগ করেছেন আরেক নেত্রী তাজনূভা জাবীন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। তাজনূভা জাবীন এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।
এর আগে, তার পদত্যাগের একদিন আগেই এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে তাজনূভা জাবীন লেখেন, তিনি ভেবেছিলেন জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসার পর পদত্যাগ করবেন এবং শেষ পর্যন্ত আশায় ছিলেন। কিন্তু সবাই নিশ্চিত করেছে যে জোট চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, তার পদত্যাগের কারণ শুধু জোট নয়, বরং যে প্রক্রিয়ায় এই জোট হয়েছে সেটিই মূল বিষয়। অবিশ্বাস ও অনাস্থাই এর প্রধান কারণ।
তিনি আরও লেখেন, দলটি এখনো সাংগঠনিকভাবে শক্ত ভিত্তি পায়নি। অথচ শুরু থেকেই আগে সংসদে যাওয়ার চিন্তা এবং অল্প কয়েকজন এমপিকে কেন্দ্র করে সংগঠন বড় করার পরিকল্পনা তাকে হতাশ করেছে।
তাজনূভা জাবীন জানান, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। ভাঙা মন নিয়ে তিনি বলেন, “আমি আজ এনসিপি থেকে পদত্যাগ করেছি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি না।”
ব্যক্তিগত কষ্টের কথাও উল্লেখ করে তিনি লেখেন, আজই তার মা চট্টগ্রাম থেকে আসছিলেন তার নির্বাচন উপলক্ষে, কিন্তু একই দিনে তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি স্বীকার করেন, তার সিদ্ধান্তে অনেকেই কষ্ট পেয়েছেন, তবে তার বিবেচনায় এটাই সঠিক পথ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply