1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ তকমা বাতিল করল রাশিয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার তকমা বাতিল করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক রায়ে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে এসেছে।

রাশিয়ার বিচারক ওলেগ নেফেদভ রায়ে বলেন, “তালেবানের ওপর পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে এবং সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।”

রুশ সংবাদমাধ্যম তাস জানিয়েছে, তালেবান শীর্ষ নেতাদের একাধিক মস্কো সফরের পর গত মাসে প্রসিকিউটর জেনারেল আদালতকে ‘সন্ত্রাসী’ তকমা অপসারণের পরামর্শ দেন।

২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে রাশিয়া যুক্তরাষ্ট্রের ব্যর্থতা হিসেবে দেখে এবং তালেবানকে অর্থনৈতিক অংশীদার ও সন্ত্রাসবিরোধী মিত্র হিসেবে বিবেচনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট