টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধকালীন সময়ের উদ্ধার হওয়া ১১টি মর্টার শেল নিরাপদে বিস্ফোরণ ঘটিয়েছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয় উপজেলার নলিন এলাকার যমুনা নদীতে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, বুধবার রাতে উপজেলার পাটিতাপাড়া এলাকার যমুনা নদীর তীর থেকে অবিস্ফোরিত মর্টার শেলগুলো উদ্ধার করে সেনাক্যাম্পে পাঠানো হয়।
পরদিন সকালে সেগুলো বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, ওসি একেএম রেজাউল করিম, সেনাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।