সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৩ জুন) রাতে রুটিন দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
জারিকৃত বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোটের চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনামগঞ্জের সব পর্যটন স্পটে জেলা প্রশাসনের পূর্বে জারিকৃত নির্দেশনাগুলো কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হলো। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। তাদের মতে, প্রতি বর্ষায় হাওরের জলজ জীব ও পাখিদের প্রজননের মৌসুমে অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। ফলে জেলা প্রশাসনের এই পদক্ষেপ সময়োপযোগী ও প্রশংসনীয়।
এর আগে, গত শনিবার (২২ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে হাওরের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয়, যা জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত