1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সীমান্তে ভারতীয় পুশ-ইন নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি ভারতের অভ্যন্তরে থাকে, তবে অবশ্যই আমরা তাকে ফিরিয়ে নেব। তবে সেটি নির্ধারিত প্রক্রিয়া বা প্রোপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু তারা (ভারত) সেই প্রক্রিয়া অনুসরণ না করে জঙ্গলে বা রাস্তায় অমানবিকভাবে মানুষ পুশ-ইন করছে। এই বিষয়ে আমাদের দিল্লির হাইকমিশনারকেও জানানো হয়েছে।”

এছাড়া কোভিড মহামারি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগতদের মাধ্যমে যেন সংক্রমণ না ছড়ায়, সে জন্য বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট