
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় প্রবাসে থাকার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ফিরছেন। লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট হয়ে তিনি বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।
তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও দেশে ফিরবেন। বিএনপি সূত্রে জানা গেছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে গণসংবর্ধনা দেওয়া হবে। এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সমন্বয় সভা ও পরিদর্শন সম্পন্ন হয়েছে। সংবর্ধনা আয়োজনের জন্য কেন্দ্রীয়ভাবে একটি অভ্যর্থনা কমিটিও গঠন করা হয়েছে।
দলীয় নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা, যা নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply