1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লেখা একটি চিঠিও প্রকাশ করেন। খবর রয়টার্স ও আল-জাজিরার।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, “প্রিয় ড. ইউনূস, আপনাদের কাছে এই চিঠি পাঠানো আমার জন্য একটি বড় সম্মানের বিষয়। আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি ও প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি রয়েছে। তাই আমরা চাই ভবিষ্যতের বাণিজ্য আরও ভারসাম্যপূর্ণ ও ন্যায্য হোক।”

তিনি আরও বলেন, “২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। উচ্চ শুল্ক এড়াতে চাইলে পণ্যগুলো যুক্তরাষ্ট্রের ভেতরে উৎপাদনের পরামর্শ দিচ্ছি, যেখানে কোনো শুল্ক প্রযোজ্য হবে না।”

ট্রাম্প জানান, বাংলাদেশের শুল্ক ও নন-ট্যারিফ বাধা এবং বাণিজ্য নীতির কারণে যুক্তরাষ্ট্রের বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে। এই ঘাটতি কাটিয়ে ওঠার লক্ষ্যেই এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, “৩৫ শতাংশ শুল্ক আমাদের বাণিজ্য ঘাটতির তুলনায় অনেক কম। তবুও আমরা আশা করি, এ পদক্ষেপের মাধ্যমে দুই দেশের মধ্যে ন্যায্য বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট