বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। রোববার (২৫ মে) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান জানান, বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছে। তিনি বলেন, “এই সরকারের মাধ্যমেই জনগণ দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ করবে।”
তিনি আরও বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা জনগণের দায়িত্ব। “এটি অন্তর্বর্তীকালীন হোক বা তত্ত্বাবধায়ক সরকার, জনগণকে অবশ্যই সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। এখানে সরকারের রাগ, মান-অভিমান বা বিরাগের কোনো সুযোগ নেই।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনায় তিনি বলেন, “সংবিধানে জনগণের ভোটাধিকার থাকলেও, আওয়ামী লীগ সরকার তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। যদি জনগণের ভোটে গঠিত সংসদ থাকতো, তবে তাদের ফ্যাসিবাদী আচরণ করার সুযোগ থাকতো না।”
সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “সংস্কার কখনো অল্প বা বেশি হয় না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু সরকার বাজেট ঘোষণার আগেই এনবিআরের ওপর সংস্কারের চাপ সৃষ্টি করে অচলাবস্থার সৃষ্টি করেছে।”