1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪০ পূর্বাহ্ন

সংগীত শিক্ষক ও সহকারী শরীরচর্চা শিক্ষক পদ বাতিল

ডেস্ক নিউজ
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

বিতর্কের মুখে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত শিক্ষকসহকারী শরীরচর্চা শিক্ষক পদ বাতিল করেছে সরকার। একই সঙ্গে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা–২০২৫’-এ আনা হয়েছে কিছু গুরুত্বপূর্ণ সংশোধন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান

তিনি জানান, রোববার (২ নভেম্বর) সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ করা হয়েছে। গত আগস্টে জারি করা বিধিমালায় ৪টি ক্যাটাগরির পদ ছিল। তবে সংশোধনের পর এখন কেবল ২টি ক্যাটাগরি রাখা হয়েছে। সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষকের পদ নতুন বিধিমালা থেকে বাদ দেওয়া হয়েছে

অতিরিক্ত সচিব আরও বলেন, বিধিমালায় একটি শব্দগত পরিবর্তন আনা হয়েছে। আগের বিধিমালায় বলা ছিল— মেধার ভিত্তিতে নিয়োগ পাওয়া পদগুলোর মধ্যে ২০ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ের স্নাতক ডিগ্রিধারীরা এবং বাকি ৮০ শতাংশ পদে অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নিয়োগ পাবেন। এতে ভুল বোঝাবুঝির সুযোগ ছিল।

তিনি ব্যাখ্যা করেন, বাস্তবে ওই ৮০ শতাংশ পদ ‘কমন’, অর্থাৎ বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ের স্নাতকরাও আবেদন করতে পারবেন। তাই সংশোধিত বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দবন্ধের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অনূন্য’ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগ বিধিমালা জারি করেছিল। সেই বিধিমালায় সংগীত ও শরীরচর্চা বিষয়ের সহকারী শিক্ষক পদ নতুনভাবে সৃষ্টি করা হয়। তবে বিধিমালা প্রকাশের পর থেকেই ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠনগুলো সংগীত শিক্ষক পদ সৃষ্টির বিষয়ে সমালোচনা শুরু করে। অবশেষে সরকার পদ দুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!