
বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি হওয়ার পর অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ করা হবে, এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষণার পর সংগঠনের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি জানান,
“আমরা আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকেই শিক্ষকরা ক্লাসে ফিরবেন।”
এর আগে গত ১৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করলেও শিক্ষকরা তা অপ্রতুল বলে আন্দোলন চালিয়ে যান।
বাড়িভাড়া ভাতা বৃদ্ধি ও শিক্ষা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষকরা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন।
সরকারের পক্ষ থেকে নতুন প্রজ্ঞাপন জারি এবং পরিপূর্ণ আশ্বাস প্রাপ্তির পর তারা অবশেষে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারের ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি
Leave a Reply