1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতে আগামী সেপ্টেম্বরে বসছে এশিয়া কাপের আসর। প্রতিযোগী দেশগুলো একে একে তাদের দল ঘোষণা করছে। পাকিস্তান ও ভারতের পর আজ (শুক্রবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে ১৬ সদস্যের দল। এবারের স্কোয়াডে এসেছে একাধিক চমক।

তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। প্রায় দুই বছর পর ডাক পেয়েছেন সাইফ হাসান। তবে বাদ পড়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

এশিয়া কাপের আগে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে, যা শুরু হবে ৩০ আগস্ট। এই সিরিজের আগেই পিতৃত্বকালীন ছুটিতে গেছেন মিরাজ। যদিও তিনি মূল স্কোয়াডে নেই, তবে স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে। অতিরিক্ত পাঁচজনের মধ্যে রয়েছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

বাংলাদেশ দলে তৃতীয় ওপেনার নিয়ে আলোচনার পর শেষ পর্যন্ত কাউকে নেওয়া হয়নি। ওপেনার হিসেবে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে। অধিনায়ক লিটন দাস ওপেনার ও ওয়ান-ডাউন উভয় পজিশনে ব্যাট করতে পারবেন। মিডল অর্ডারে থাকছেন তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, সোহান ও সাইফ হাসান। ফিনিশার হিসেবে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি।

স্পিন বিভাগে রয়েছেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণে মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামকে রাখা হয়েছে। পেস অলরাউন্ডার হিসেবে থাকছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

আগামী ৩০ সেপ্টেম্বর এশিয়া কাপের পর্দা উঠবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে লিটন-মুস্তাফিজরা।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড

মূল দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধুমাত্র এশিয়া কাপ): সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!