1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

টেলিযোগাযোগ আইন থেকে ইন্টারনেট বন্ধের সুযোগ বাদ দেওয়ার নির্দেশ

প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় টেলিযোগাযোগ আইন থেকে ইন্টারনেট বন্ধের সুযোগ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আড়ি পাতার বিষয়ে আন্তর্জাতিক রীতি অনুসরণের কথা বলা হয়েছে।

গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এতে টেলিযোগাযোগ আইন ২০০১ সংশোধন ও পরিমার্জনের নির্দেশনার পাশাপাশি একটি খসড়া আইনেরও কথা বলা হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মোহাম্মদ এমদাদ উল বারী জানান, কমিশন ইতিমধ্যে আইন নিয়ে কাজ করছিল এবং এ বিষয়ে মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, আগামী সপ্তাহের মধ্যে মন্ত্রণালয়ে একটি খসড়া পাঠানো সম্ভব হবে।

আওয়ামী লীগ সরকারের সময় বিটিআরসি টেলিযোগাযোগ আইন নতুন করে তৈরির উদ্যোগ নেয়। তখন খসড়ায় ইন্টারনেট বন্ধের সুযোগ রাখা হয়েছিল। আড়ি পাতার বিধানও ছিল আগের মতো। তবে অন্তর্বর্তী সরকার ওই দুটি বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকার টানা পাঁচ দিন সারা দেশে ইন্টারনেট বন্ধ রেখেছিল। বিএনপির জনসভাকেন্দ্রিক এলাকাগুলোতেও ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়। টেলিযোগাযোগ আইনের ক্ষমতা তখন রাজনৈতিক উদ্দেশে অপব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারিভাবে কেউ যেন ইন্টারনেট বন্ধ করতে না পারে, তা নিশ্চিত করতে আইন সংশোধন করতে হবে। আড়ি পাতার বিষয়ে আন্তর্জাতিক মান অনুসরণ ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) কার্যক্রমের বৈধতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এতে আরও বলা হয়, শুধুমাত্র একটি এজেন্সিকে গেটওয়ে হিসেবে রেখে, অন্য আইনসম্মত এজেন্সিগুলোর আড়ি পাতার কার্যক্রম আধা-বিচারিক প্রক্রিয়ায় (কোয়াসি বা প্যাসিভ জুডিশিয়াল একনলেজমেন্ট) আনতে হবে।

চিঠিতে বিটিআরসির স্বাধীনতা ও জবাবদিহির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মন্ত্রণালয়ের পূর্বানুমতি কমানো, বিটিআরসির নিয়োগপ্রক্রিয়া স্বচ্ছ করা, লাইসেন্স সংক্রান্ত কার্যক্রমে সুস্পষ্ট নীতিমালা তৈরি এবং রাজস্ব ফাঁকি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের অধীন ছয়টি টেলিযোগাযোগ কোম্পানির স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কেবল মন্ত্রণালয়ের পূর্বানুমতির বিধান রেখে, অন্য সবক্ষেত্রে বিটিআরসির পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

এ ছাড়া, টেলিযোগাযোগ খাতে আন্তর্জাতিক মানের পারফরম্যান্স সূচক (কেপিআই) চালু এবং বিনিয়োগকারীদের অপ্রয়োজনীয় ভয়ের ধারাগুলো সংশোধনেরও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!