1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ঘর উচ্ছেদ অভিযান শুরু

লিমন, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে ইট, রড ও সিমেন্ট দিয়ে নির্মিত আধাপাকা ঘরের মতো দৃশ্য আগে দেখা যায়নি। অথচ কক্সবাজারের উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ইস্ট ব্লকের বি-৪১ এলাকায় এমনই একটি অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নবী হোসেন। দীর্ঘদিন ধরে এটি ডাকাতি, অপহরণ ও মাদক ব্যবসার ঘাঁটি হিসেবে ব্যবহার হতো।

বুধবার (১৬ জুলাই) যৌথ বাহিনীর অভিযানে ঘরটির একাংশ গুঁড়িয়ে দেওয়া হয়। ক্যাম্প ইনচার্জ (সিআইসি) গাজী শরিফুল হাসান জানান, সেনাবাহিনী ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় ঘরের একটি অংশ এবং ভেতরের কংক্রিটের তাক ভেঙে দেওয়া হয়েছে। পুরো ঘর ভেঙে দেওয়া না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা জানান, নবী হোসেনের এই ঘরটি ছিল তার অপরাধ সাম্রাজ্যের মূল কেন্দ্র। এখান থেকেই ডাকাতি, অপহরণ ও মাদক চোরাচালানের পরিকল্পনা হতো। ভয়ভীতির কারণে এতদিন কেউ কিছু বলার সাহস করেনি।

রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ বলেন, ক্যাম্পে এমন পাকা ঘর আগে কখনো দেখা যায়নি। এটি সম্পূর্ণভাবে নিয়মের বাইরে। ক্যাম্পে ইট, রড ও সিমেন্ট ব্যবহার করে ঘর নির্মাণের অনুমতি নেই।

প্রশাসন জানিয়েছে, ক্যাম্প এলাকায় অবৈধ স্থাপনা ও সন্ত্রাসীদের আস্তানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট