1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম হোসেন আটক

নিজাম, বিশেষ প্রতিনিধি, বগুড়া
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী সিয়াম হোসেন (২২)কে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাত ১১টার দিকে সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প থেকে লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

আটক সিয়াম হোসেন সেউজগাড়ী রেলওয়ে কলোনি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ অন্তত চারটি মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

অভিযানের সময় সিয়াম পালানোর চেষ্টা করলে সেনা সদস্যরা তাঁকে ঘিরে ফেলে। পরে কৌশলী পদক্ষেপে তাঁকে আটক করা হয়।

লেফটেন্যান্ট ফাহাদ জানান, “সিয়াম একজন তালিকাভুক্ত অপরাধী এবং এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান চালানো হয়েছে।”

গ্রেপ্তারের পর সিয়ামকে বগুড়া সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর এ ধরনের তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট