থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে দূতাবাস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়, থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে।
[caption id="attachment_6478" align="aligncenter" width="700"] Trusted online shopping platform[/caption]
দূতাবাস জানায়, কম্বোডিয়া থেকে ছোড়া মিসাইলে এখন পর্যন্ত নয়জন থাই নাগরিক নিহত হয়েছেন। এর জবাবে থাইল্যান্ডও আকাশপথে পাল্টা অভিযান চালিয়েছে কম্বোডিয়ার অভ্যন্তরে।
এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বসবাস বা ভ্রমণে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার বা সেখানে থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো তথ্য বা মত প্রকাশের সময় সতর্কতা অবলম্বনের পরামর্শও দিয়েছে দূতাবাস।
চেয়ারম্যানঃ এম এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালকঃ মোঃ এম রহমান, ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত