1. live@media71bd.com : Media71 : Media71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

নিবন্ধন স্থগিত হলেও তফসিলে নৌকা প্রতীক থাকবে: ইসি কমিশনার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও আপাতত নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তফসিলে নৌকা প্রতীক বহাল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৩ জুলাই) গণমাধ্যমকে তিনি জানান, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হলেও এখন পর্যন্ত তাদের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই প্রতীকের তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, “প্রত্যেক রাজনৈতিক দলের জন্য নির্বাচন কমিশন একটি প্রতীক বরাদ্দ দিয়ে থাকে, যা কমিশনের সংরক্ষিত তালিকায় থাকে। কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে, তাদের প্রতীক তফসিল থেকে বাদ দেওয়া সম্ভব নয়। ফলে আপাতত নৌকা প্রতীক থাকছে।”

এ সময় এনসিপির শাপলা প্রতীক চাওয়ার বিষয়ে তিনি বলেন, “যেকোনো দল যেকোনো প্রতীক চাইতে পারে। তবে শাপলা প্রতীক নির্বাচন কমিশনের তফসিলে নেই, তাই এটি এখনই অন্তর্ভুক্ত হচ্ছে না। ভবিষ্যতে এনসিপি দল হিসেবে নিবন্ধন পেলে তখন এ বিষয়ে পর্যালোচনা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট