ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি ৩১ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে, নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
সিনেমাটি গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তি পেলে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর আন্তর্জাতিকভাবে ২৫ সেপ্টেম্বর প্রদর্শিত হয়। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতোমধ্যেই ভালো সাড়া পেয়েছে এটি।
ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত ছবিতে অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।
সিনেমাটি ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ এবং প্রতিশোধকে কেন্দ্র করে নির্মিত। এটি এমন এক মহিলার গল্প, যে বছরের পর বছর অপমান সহ্য করার পর তার পরিবারের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কালো জাদু ব্যবহার করে। এই অভিশাপের ফলে পরিবারটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়।
ছবিতে ‘সিজ্জিন’ হলো পাপীদের জন্য একটি কারাগার এবং ‘ইল্লিয়িন’ ধার্মিকদের জন্য একটি স্থান, যা ইসলামী ধারণার সঙ্গে অন্ধকার জাদুর বিষয়বস্তুকে নির্দেশ করে।
কেন্দ্রীয় চরিত্র ইউলি নামের এক যুবতী, যার জীবন শুরু থেকেই বেদনা ও অন্যায়ের সঙ্গে জড়িত। ছোটবেলায় তার মা রহস্যজনকভাবে মারা যান এবং পিতা তাকে ছেড়ে চলে যান। একসময় ইউলি ধনী পরিবারের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ শুরু করে, কিন্তু সেই বাড়িতেই তার শৈশবের ভয়ঙ্কর স্মৃতির ছায়া আছে। কাজ শুরু করার পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে এবং বাড়িটি এক অদৃশ্য অন্ধকার শক্তির কবলে পড়ে।
সিনেমাটি ইন্দোনেশিয়ার হরর-শৈলীর মধ্যে ধর্মীয় ও মিথিক্যাল উপাদান যুক্ত করার চেষ্টা করেছে। কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পরিচালক হাদ্রা দায়েং রাতু এই ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারও পান।